ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
তবে কমিটিতে রাখা হয়নি গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরী ছাড়াও অনেক জ্যেষ্ঠ নেতাকে।
এর আগে গত ৫ মার্চ গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। ওই দিন ড. কামাল হোসেনকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
নতুন আহ্বায়ক কমিটিতে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান ছাড়াও আ ও ম শফিক উল্লাহ, মহসিন রশীদ, অ্যাডভোকেট আব্দুল আজিজ, এএইচএম খালেকুজ্জামান, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট জানে আলম, সগির আনোয়ার, সুরাইয়া বেগম, সেলিম আকবর, মোশতাক আহমেদ, ড. মাহবুব হোসেনসহ অনেকেই আছেন।