স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিটি নিউটেশনের ফাইলে সেবা গ্রহিতাদের ১০ থেকে ২০ হাজার টাকা ঘুষ প্রদান করতে হয়। অন্যথায় নেমে আসে বিভিন্ন হয়রানি সহ ফাইল গায়েব হওয়ার মতো ঘটনা। উল্লেখ্য যে, দীর্ঘ দিন যাবৎ এই ভূমি সহকারী কর্মকর্ত ঘুরে ফিরে ময়মনসিংহেই কর্মরত থাকায় তার মাধ্যমে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র। উক্ত সিন্ডিকেট চক্রের যোগসাজোশে বিভিন্ন শ্রেণী ভুক্ত জমি ভোগ দখল ইজারার নামে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। বিদায়ী সহকারী কমিশনার ভূমি আবিদুর রহমান দুর্নীতিতে কিছুটা তৎপর দেখা গেলেও তার স্থলাভিসিক্ত সহকারী কমিশনার মোঃ মাসুদ রানা কতটা দুুর্নীতির উর্ধ্বে তার সদুত্তর অনেকেরই অজানা। মুক্তাগাছা পৌর সভাটি ঐতিহ্যবাহী জমিদারদের চারণ ভূমি অদ্যষিত তাই খাস শ্রেনী জমির সংশ্লিষ্টতা থাকায় ভূমি অফিসের নায়েব ও নাজিরের মধ্যে রয়েছে ঘুষের নিবীড় সম্পর্ক। নিউটেশনের ই-সেবা সর্বশেষ ম্যাসেজটি নাজির জিল্লুর রহমানের আইডি হয়ে সহকারী কমিশনার ভূমির আইডিতে প্রবেশে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের ঘুষ। অনুসন্ধান সুত্র জানায় ইতিপূর্বে ভূমি সহকারী কর্মকর্তা মো: সিরাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে একটি চিঠি আরোপিত হলে তা মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেন। (পরবর্তী সংখ্যায় বিবরণসহ বিস্তারিত)
Check Also
দৈনিক গনকন্ঠ পত্রিকার সম্পাদকের মায়ের মৃত্যুতে ময়মনসিংহে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো: নাজমুল হুদা মানিক দৈনিক গনকন্ঠ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও টেলিলিংক গ্রæপের চেয়ারম্যান …